Thursday, February 08, 2007

এক মাসের ডিটেনশন

একমাস একসাথে থাকবে ওরা দিবা রাতে
গল্প হবে খেলা হবে শুয়ে রবে একইসাথে,
মজাই হবে, ফ্রি খাওয়া পাবে এই হাজতে।
ক্ষমতার অপব্যবহার হয়েছিলো গোচর
সাথে ছিলো এতোদিনে অনেক দোসর,
আজিকে তাদের কেউ নেইকো সাথে।

দূর্নীতি স্বজনপ্রীতি করে তারা কারাগারে
শত্রু থাকলেও এখন এসেছে এক কাতারে,
এ যেন সাপ ও নেকুল রয়েছে একই ঘরে।
ভাল কাজে এরা সবসমসয় করে হানাহানি
মন্দ কাজে তেমনই বন্ধু হয় জানি,
ক্ষমতার লোভে এরা মানুষকেও বলি দিতে পারে।

মানুষকে টুকরো করে অথবা দিনদুপুরে পিটিয়ে
এসময় বাচাঁর জন্য অনেকে পরেছে পায়ে লুটিয়ে,
ওরা তখন আরো মেরেছে মনের ঝাল মিটিয়ে।
এরাই আবার ভোটের জন্য ঘোরে দ্বারে দ্বারে
এদের তরে আজিকে যেন ঘৃণা মোদের ঝরে,
এদেরকে ধরতে হবে যেন না পালায় লেজ গুটিয়ে।

নষ্ট রাজনীতি

হিংসার রাজনীতি, ও আছে দূর্নীতি
মিশে গেছে শিরায় উপশিরায়,
নেতাদের হয়ে বলি, তবুও মোরা পথো চলি
এখনতো সবই সহ্য হয়।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আমাদের নিত্য সাথী
এর সবই হয়েছে জানা,
যেই যায় মতায়, লুটেপুটে সবই খায়
আর বিরোধীদের হরতাল যন্ত্রনা,
কবে পাব পরিত্রাণ? শুনবো জীবনের গান-
আমাদের রাজনৈতিকদের মুখে,
কথা হবে কম- কাজ বেশী, ফুটাবে মুখে হাসি
দেশের সবাই রইবে সুখে।
এমন স্বপ্ন আমি, দেখি কত দিবাযামী
এভাবে হারাচ্ছি ধর্য্য ও শক্তি,
নতুন প্রজন্ম তরে, বসে আছি পথো ধরে
জানিনা কভু পাব কিনা মুক্তি !!