Monday, May 08, 2006

রাজনীতিবিদ আমাদের দেশের কথা

রাজনীতিবিদরা খড়গ হাতে, কাটছে মানুষ দিনে রাতে,
তবুও মোরা ক্ষমতাটা, দিচ্ছি তুলে তাদেরই হাতে।
নষ্ট, পচা, বাসি যারা, রাজনীতিতে আসছে তারা,
দ্বীপ্তি পূর্ণ এ সমাজটা, তাদের জন্য হচ্ছে জরা।
প্রতিশ্রুতি কেউই রাখেনা, শুধুই করে তাল বাহানা,
রক্ত চোষার মন্ত্রটা, তাদের ভালই আছে জানা।
ওরাই আজ দেশটাকে, দূনীতির শীর্ষে রাখে,
উঠুক ফুলে পকেটটা, দেশের মানুষ মরুক ধুকে।
উঠবে জেগে দেশের মানুষ, তবুও ওদের হবেনা হুস,
পরবে ধরা একের পর একটা, এতেই হবে তারা বেহুস।
আস্থাকুড়ে পড়বে ওরা, সেদিন হবে সবই সারা,
সোনায় গড়া প্রাসাদটা, সেদিন তারে দেবেনা ধরা।
শিরঃ উচিয়ে উঠবে ভিতু, ওদের মুখে মারবে থুথু,
ওদের দেখে কোলের শিশুটা, বলবে উঠে ওয়াক থু।।



(১৯ বৈশাখ ১৪১৩/মিরপুর, ঢাকা)

Wednesday, May 03, 2006

সাম্প্রদায়িকতা :: বাংলা ও বাংলাদেশের কবিতা

নেইতো হেথা সাম্প্রদায়িকতা, হাহাহানির লেশ
এ যে আমার মাতৃভূমি প্রিয় বাংলাদেশ।
যেথাই আছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রীষ্টান,
গলাগলি ধরে একই সাথে যারা গাই বাংলার গান।
১৬ ডিসেম্বর, ২৬ মার্চ কিংবা ২১ ফেব্রুয়ারী
একসাথে সবাই একই গান গাই, হয় যে কন্ঠ ভারি।
মায়ের জন্য যারা গিয়েছে রনে দিয়েছে তাদের প্রাণ
তারা নয় হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রীষ্টান।
তারা মোর ভাই বোন মোর মায়ের সন্তান
তাদের তরেই আঁখি ভেজে নেই কোন ব্যবধান।
সংখ্যা লঘু বা সংখ্যা গুরু নাইকো অবিচার
মায়ের কাছে নেই ভেদাভেদ, সন্তান যে তার।
জন্ম মোদের একই মায়ের গর্ভে, মা মোদের বাংলাদেশ
যেথাই মোদের জীবন শুরু যেথাই জীবন শেষ।।


(১৪১২/মিরপুর, ঢাকা)