Saturday, September 22, 2007

আলো

চোখের আলো, দিনের আলো আরও আলো মনের
আলো ছাড়া অন্ধ জীবন, আলোয় সর্ব জোড়ের।
আঁধার ছাড়া আলোয় আঁধার, তাইতো আলো ভালো,
দু’নয়নের আলো ছাড়া, জীবনের সবই যেন কালো।
আঁধার হলো আলোর জীবন, দেহের জীবন মন,
আলো ছাড়া অন্ধকার লাগবে যে এ ভুবন।
মানব দেহের জীবন দু’টা মন ও রুহু,
মন ছাড়া মানব ও পশু মিলবে হুবহু।
মনের আরো সৃষ্টি কোথায়? প্রেমেই যার জীবন,
খোদার প্রেমে, মানব প্রেমে ধন্য ত্রিভুবন।
মনের আলো হারিয়ে গেলে, সবই হবে শূন্য,
আঁধার ছাড়া আলো তেমন হবে না কভু পূর্ণ।
আলো ও আঁধারের খেলায় চলছে এ পৃথ্বী,
মনের আলোয় জয় করে নাও সুখ দুঃখের স্মৃতি॥

(০১ বৈশাখ ১৪০৭/খলিশাদহ)

No comments: